অনেক হল, এবার বুঝি আপনার আমার পালা। আগে ছিল প্রতিটি রাত হয়তো নির্ঘুম যেত। কিন্তু এখন রাত দিন কোন সময়কে বিশ্বাস করতে পারবোনা। মনে হয় এই বুঝি ধারাল স্বশস্ত্র হয়ে আমার মন্ডুটাকে বিভৎসভাবে ধর থেকে আলাদা করে দিবে। আগে দেখেছি চোর ডাকাত তাদের কাজের জন্য রাতকে প্রাধন্য দিতো। গ্রামের মানুষদের রাত জেগে গ্রাম পাহারা দিতে দেখেছি, চোর ডাকাত যেন না আসে। কিন্তু এখন রাত দিন পাহাড়া দিতেও দেখায় যায়।
ঐ যে সারিবদ্ধ লাশ কেন তারা কথা বলে না। তারা কফিনে বন্ধি, চিতায় জ্বলে, দাফনে মাটিচাপায় পড়ে থাকে। কিছু করার নাই। সুর্য উঠছে কিন্তু আলো দিতে পারছে না। মেঘের কালো ছায়ায় বন্ধি। আলোর দিশা পাবার আগে কালো মেঘেরা বন্ধি করে দিচ্ছে সেই সূর্যের আলো। কেন? উত্তর আপনারো নেই আমারো নাই।
উত্তর নেই তা নয় হারিয়ে ফেলেছি মেঘকে সরিয়ে প্রকৃত আলোর সন্ধানে বের হওয়ার ক্ষমতা। হারিয়ে ফেলেছি সেই সাহস, যেটা পূজি করে বাশের লাঠি হাতে নিয়ে নেমেছিল বীর বাঙালী শত্রুকে মোকাবেলার জন্য। দেশের প্রতিটি মানুষ আজ মেঘের হাতে বন্ধী।
মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাঁসে। সূর্য হেসে করবে কি? যদি মেঘকে সবাই ভয় পায়।
মুক্তচিন্তাকরা পাপ মহা পাপ। কারন যে চিন্তা করে তাকেই দিনের কাজ করতে দেওয়া হবেনা। বিধাতা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মানুষেকে ভালবাসতে। মতপার্থক্য নিয়ে হত্যা করতে নয়।
পরিশেষে তোমরা মানুষ নও, মানুষ কখনই মানুষকে হত্যা করে না। হিংস্র জানোয়ার পোষ না মানাতে পারলে তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া উচিৎ তার পর মানুষকে ক্ষতি করতে আসলে মেরে ফেলাই ভাল।
জানিনা হবে কিনা এদের বিচার। বিচারের আশা করি না। বিধাতার কাছে বিচার থাকলো।
----
"রক্তপান রক্তক্ষেকো রক্ত তোদের প্রাণ,
আর কত নিবি বল নিজ মানুষের জান।
থাম থাম আজি থেমে যা তোরা বন্ধ করি বলি খেলা,
মানুষ হয়ে আয়রে তোরা এইযে তরী ধারায়।"

Comments
Post a Comment
Thank You For Staying With Us.