সময়টা ছিলো ০৮/১২/২০১৫ খ্রি: সকালে ঘুম থেকে উঠে শারীরিক অসুস্থ্যতার জন্য গিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডাক্তার দেখিয়ে হাটতে হাটতে বাসায় ফিরছিলাম। রুপশি বাংলা হোটেলের সামনে রাস্তার অপর পাশে পাম্পের এক কোনায় দেখলাম কিছু লোকের জটলা। আমি বরাবরই সন্দেহ প্রবন, উৎসুক প্রকৃতির ব্যাক্তি হওয়ায় ভিড় ঠেলে জটলার মধ্যে প্রবেশ করলাম। কোন এক ভদ্র ঘরের ৬০ উর্দ্ধ ব্যাক্তিকে ঘিরে কিছু লোক কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। পাশে দাড়িয়ে এক রিক্সাওলা আকুতি মিনতি বলছে -"স্যার আমার ভাড়াটা না দেন, আসল টাকাতো দিবেন"। আমি আরো উৎসুক হয়ে মনোনিবেশ করে বৃদ্ধের দিকে তাকাই একবার,জনতার দিকে তাকাই একবার আবার রিক্সাওলার দিকে তাকাই। ভদ্র লোকটার বয়সের ভারে চামড়া গুছিয়ে গেছে। ফর্সা চেহারার ৬০ উর্দ্ধ লোকটার পরনে ছিলো সাদা শার্ট, কালো ফুল প্যান্ট। আমি জনৈক ব্যক্তিকে প্রশ্ন করলাম -"দাদা হইছেটা কি"? <script type="text/javascript"> atOptions = { 'key' : '52183264363c1353bf766b5445dc6bc8', 'format' : 'iframe', 'height'...